Amphan Cyclone Latest update

My India News and Articles

Amphan Cyclone Latest update


সর্বশেষ আপডেট আম্ফণ:-05:57 PM (IST), 20 মে পশ্চিমবঙ্গ: হাওড়ায় টিনের শেডের কবলে পড়ে গুরুতর আহত কিশোরী কিশোরী,তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 05:50 PM (IST), 20 মে ওড়িশায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত, দু'জন নিহত (আইএএনএস) ওড়িশার উপকূলীয় জেলাগুলি ঘূর্ণিঝড় আম্ফান পশ্চিমবঙ্গ অভিমুখে প্রবল বেগে বাতাসের সাথে মিশে ভারী বর্ষণ শুরু করেছিল। কয়েকশ গাছ উপড়ে পড়ে ইলেকট্রিক এবং টেলিকম ব্যাবস্থা বিপর্যস্ত । সরকার ঘূর্ণিঝড়ের কারণে ভদ্রক ও কেন্দ্রপাড়া জেলা থেকে দু'জনের মৃত্যুর খবর পেয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় আরো খবর পাওয়া যাচ্ছে।।
এন . ডি.আর.এফ সকলকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।






17:06 (IST), মে 20
ঘূর্ণিঝড় আম্ফানের ভূমিধসের পরে সুন্দরবনের বিভিন্ন অংশে বাঁধের পাশাপাশি ভাঙা খবর এসেছে

17:03 (IST), মে 20
দক্ষিণ 24 পরগনার ভিজ্যুয়াল

# সাইক্লোনআ্যাম্ফান # ওয়েস্টবেঙ্গলে ভূমি পতন ঘটায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে ভিজ্যুয়ালস আমফান আপডেটস 

- 17:01 (IST), 20 মে
কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বাতাসের গতি 110-120kmph হতে পারে, ক্ষতির আশঙ্কা রয়েছে: আইএমডি ডিজি
                 


05:00 অপরাহ্ন (IST), 20 মে
সুপার ঘূর্ণিঝড় আম্ফান সুন্দরবনের নিকটবর্তী দিঘা ও হাতিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করছে। প্রাচীর মেঘের অগ্রণী ক্ষেত্রটি জমিতে প্রবেশ করেছে। স্থলপথ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং শেষ হতে ২-৩ ঘন্টা সময় লাগবে:

04:59 PM (IST), 20 মে
নবান্ন নিয়ন্ত্রণ কক্ষে মুখ্যসচিব রাজিব সিনহার সাথে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
                             
: ধেয়ে আসছে চরম অতি প্রবল ঘূর্ণিঝড়ে (extremely severe cyclonic storm) উম্পুন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় রাজ্য।  পর থেকে সব আপডেট দেখুন এখানে

 (বিকেল ৪:০০) হুগলিতে ঢুকল ৪৫ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া। নবান্নের কন্ট্রোল রুমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


 (বেলা ৩:৩০) কলকাতায় তাণ্ডব শুরু।

 কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় ভেঙে পড়ল গাছ, ট্রাফিক সিগন্যালের খুঁটি। দক্ষিণ শহরতলির একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত।উত্তরেও একই অবস্থা

বেলা ৩:০০) বাংলাদেশে উম্পুনের কবলে পড়ে প্রথম মৃত্যু ঘটল বুধবার। ১৮৫ কিমি বেগে ধাবমান এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূল অঞ্চল মিলিয়ে প্রায় দু’কোটি মানুষকে সরিয়ে ১২ হাজার সাইক্লোন সেন্টারে রাখা হয়েছে।






 (দুপুর ২:১৫) আছড়ে পড়ার আগেই কলকাতার বিভিন্ন অংশে তাণ্ডব চালাচ্ছে আম্ফাণ। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ।
 দিঘা থেকে মাত্র ৯৫ কিমি দূরে উম্পুন।

২০ মে, দুপুর ১টা

কলকাতায় বন্ধ করে দেওয়া হল সব উড়ালপুল।

২০ মে, দুপুর সাড়ে ১২টা

লকডাউন পরিস্থিতির জন্য অনেক জন্য এমনিতেই রাস্তায় লোক চলাচল কম এবং তাতে বর্তমান আফফান পরিস্থিতিতে  মানুষের গতিবিধি স্তব্ধ।



ভারী বৃষ্টি শুরু হয়ে গেল কলকাতাতেও। সকাল থেকেই কমবেশি বৃষ্টি হচ্ছিল শহরে। বেলা বারোটার পর বৃষ্টির দাপট অনেকটাই বেড়েছে। সর্বশেষ জানা গিয়েছে যে দিঘা থেকে ১২৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড় অম্ফান। দুপুর আড়াইটে থেকে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

২০ মে, সকাল ১১টা

প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উম্পুন। নতুন করে উম্পুনের শক্তি কমানোর সম্ভাবনাও ক্রমশ কমছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে এ দিন দুপুর থেকে বিকেলের মধ্যে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টাপ্রতি ১৮৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঝড়।





২০ মে, সকাল সাড়ে দশটা

দিঘা থেকে দুশো কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় উম্পুন।

২০ মে, সকাল সাড়ে ন’টা

রা

উপকূলের অনেকটাই কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় উম্পুন। শক্তি কমলেও, এখনও ভয়াবহ তাণ্ডব চালানোর ক্ষমতা রয়েছে তার। ইতিমধ্যে প্রবল বৃষ্টি হচ্ছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে।

বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাঁথিতে ১০৬ মিমি এবং দিঘায় ৮৫ মিমি বৃষ্টি হয়েছে। কলকাতায় বৃষ্টি হয়েছে ২৬ মিমি। খড়গপুরে ৫৮ মিমি বৃষ্টি হয়েছে। বৃষ্টির দাপট এখনও

Post a Comment

Don't allow spam link

Previous Post Next Post